Bayarn MunichOthers Sports 

বায়ার্ন মিউনিখ জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পঞ্চমুকুট পেল ‘সুপার’ বায়ার্ন। জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। সূত্রের খবর, ফাইনালে তারা ৩-২ ফলাফল পরাজিত করেছে ডর্টমুন্ডকে। রীতিমতো লড়াই করে জয় পেল বায়ার্ন মিউনিখ। সব মিলিয়ে বিদায়ী মরসুমে ৫টি ট্রফি ঘরে উঠল বায়ার্নের। প্রাথমিকভাবে বায়ার্ন ২-০ ফলাফলে এগিয়ে যায়। এরপর সেই ম্যাচই কঠিন হয়ে পড়ে। ডর্টমুন্ডও মরিয়া ফুটবল খেলেছে।

Related posts

Leave a Comment