বাজারে নগদ বেড়েছে প্রায় ১৩ শতাংশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ৯ মাসে বাজারে নগদ বেড়েছে প্রায় ১৩ শতাংশ। শীর্ষ ব্যাঙ্ক সূত্রের খবর, মার্চের থেকে ১ জানুয়ারি পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৭০,৩১৫ কোটি টাকা। উল্লেখ করা যায়, ২০১৯ সালের চেয়ে বেড়েছে প্রায় ৬ শতাংশ। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, আপতকালীন অবস্থায় মানুষ নগদ ঘরে রাখতে পছন্দ করেন। করোনাকালে আবার লকডাউনের আশঙ্কায় সেটাই করেছেন তাঁরা, এমনটাই জানানো হয়েছে।

