Reserve Bank of India-12Others 

পর্যাপ্ত ঋণ সরবরাহ করার লক্ষ্য শীর্ষ ব্যাঙ্কের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঋণে জোর শক্তিকান্ত দাসের। এক্ষেত্রে জানানো হয়েছে, বৃদ্ধির ইঞ্জিনে জ্বালানির জোগান দেওয়াই আপাতত রিজার্ভ ব্যাঙ্কের প্রথম লক্ষ্য। ঋণনীতি ঘোষণার সময়েই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। উল্লেখ করা যায়, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং কয়েকটি বেসরকারি ব্যাঙ্কের শীর্ষ-কর্তাদের সঙ্গে ভিডিও বৈঠকে সেই ঋণনীতির সুফল শিল্পের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন, করোনা আবহের দিকে কড়া নজর রেখেই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, খুচরো ঋণগ্রহীতা-সহ বিভিন্ন ক্ষেত্রকে পর্যাপ্ত ঋণ সরবরাহ করতে হবে। তেমনই ঠিক রাখতে হবে বাজারে নগদের জোগান। পাশাপাশি শীর্ষ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, হিসেবের খাতা পরিষ্কার রাখার জন্য বাজার থেকে প্রয়োজন মতো পুঁজি সংগ্রহের ব্যাপারেও ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment