রিটায়ারিং রুম- যাত্রী নিবাস চালুর অনুমতি রেলমন্ত্রকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রিটায়ারিং রুম চালু। সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখার পর আইআরসিটিসি-কে বিভিন্ন স্টেশনে রিটায়ারিং রুম ও যাত্রী নিবাস চালু করার অনুমতি দিয়েছে রেলমন্ত্রক। উল্লেখ করা যায়, করোনা আবহে গত বছরের মার্চের শেষে দেশে লকডাউন পরিস্থিতি তৈরি হয়। এরপর সব স্টেশনের রিটায়ারিং রুম বন্ধ হয়ে যায়।
সূত্রের আরও খবর, গত কয়েক মাসে দূরপাল্লার বিশেষ ট্রেন চালানো হলেও স্টেশনে হোটেল, যাত্রী নিবাস বা রিটায়ারিং রুমগুলি খোলার অনুমতি পায়নি আইআরসিটিসি। এই আবহে সমস্যায় পড়েন যাত্রীরা। উল্লেখ্য, হাওড়ায় আইআরসিটিসি-র নিজস্ব যাত্রী নিবাস রয়েছে। আবার শিয়ালদহ, কলকাতা, নিউ জলপাইগুড়ি, আসানসোল ও মালদহ-সহ বিভিন্ন স্টেশনে রিটায়ারিং রুম-সহ ভিআইপি লাউঞ্জ রয়েছে।

