এবার রেল সফরে ই-বিনোদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার থেকে রেল সফরের সময়েই নিজেদের মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্রে যাত্রীরা পেয়ে যাবেন খবর থেকে মিউজিক ভিডিও, সিনেমা বা বিনোদনের বিবিধ উপকরণ। এসব জোগান দেবে রেল। সূত্রের খবর, সারা দেশে ৫৭২৩টি লোকাল-সহ ৮৭৩১টি ট্রেন ও ওয়াইফাই যুক্ত ৫৯৫২টি স্টেশনে এই ‘কন্টেন্ট অন ডিমান্ড’ পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে।
সরকারি সংস্থা ‘রেলটেল’ সূত্রে জানানো হয়েছে, একটানা ‘বাফার-ফ্রি’ বিনোদনের বন্দোবস্ত করার জন্য রেলের কোচের মধ্যেই বসানো হবে মিডিয়া সার্ভার। উল্লেখ করা যায়, প্রাথমিকভাবে একটি রাজধানী এক্সপ্রেস ও পশ্চিম রেলের এসি লোকালে তার পরীক্ষা হবে এই মাসেই। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এই উদ্যোগে জি এন্টারটেনমেন্টের মার্গো নেটওয়ার্কসের সঙ্গে একসূত্রে চলতে চাইছে রেলটেল। এক্ষেত্রে প্রায় ৬০ কোটি টাকা বার্ষিক আয়ের বিষয়টিও দেখা হচ্ছে।

