অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আসরে শিলিগুড়ির কন্যা রিচা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলা বিশ্বকাপের আসরে শিলিগুড়ির কন্যা রিচা ঘোষ। বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে রিচা খেলার সুযোগও পেলেন। ব্যাট হাতে ১৪ বলে ১৪ রানও করলেন এই বঙ্গতনয়া। মেয়ের এই সাফল্যের পর রিচার বাবা মানবেন্দ্র ঘোষের মন্তব্য, “আমরা এই দিনটারই অপেক্ষা করছিলাম। আমার বিশ্বাস ছিল, মেয়ে একদিন না একদিন দেশের হয়ে বিশ্বকাপ খেলবে।” অন্যদিকে শিলিগুড়ি মহিলা ক্রিকেট দলের কোচ প্রণব দাস জানালেন, রিচাকে আরও উপরের দিকে নামালে ভাল হয়। আরও খোলামনে খেলতে পারবে।