I-glamEntertainment Lifestyle 

রুবারু আই গ্ল্যাম মিসেস ইন্ডিয়া- ২০২০

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সম্প্রতি রুবারু আই গ্ল্যাম মিসেস ইন্ডিয়া- ২০২০ আই গ্ল্যাম একটি দর্শনীয় ফ্যাশন প্রতিযোগিতার আয়োজন করেছিল। সূত্রের খবর, ১৯ ডিসেম্বর সংস্থাটি বিজয়ীদের নাম ঘোষণা করে। বনপ্রীত কাউর প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হলেন প্রীতি জগওয়ানি এবং নিশা তোশনিওয়াল।
আই গ্ল্যাম-এর ডিরেক্টর দেবযানী মিত্র, রিচা শর্মা, অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, মডেল ও অভিনেতা নিক রামপাল, চলচ্চিত্র পরিচালক জিৎ চক্রবর্তী প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment