আফ্রিদির প্রশংসায় হরভজন সিং
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। ভারত, পাকিস্তান করোনা মোকাবিলায় লড়াই করছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে উদ্যোগ নেওয়ায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। একটি টুইটের মাধ্যমে অফস্পিনার হরভজন বলেছেন, “মানবতার জন্য দারুণ কাজ করছো। ঈশ্বর তোমাকে আশির্বাদ করুন। তুমি আরও শক্তিশালী হয়ে ওঠো। সারা বিশ্বের মানুষের সুস্থতার জন্য প্রার্থনা করছি।” অন্যদিকে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারও ধর্ম-আর্থিক অবস্থার ঊর্ধ্বে উঠে সবাইকে আক্রান্তদের পাশে থাকার আর্জি জানিয়েছেন।