স্লোভেনিয়ায় সোনা সমীরের
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: স্লোভেনিয়া ওপেন ব্যাডমিন্টনে সোনা জয়ী হলেন ভারতের সমীর বর্মা। পাশাপাশি মিক্সড ডাবলসে রুপো জয়ী হলেন রোহন কাপুর ও সিক্কি রেড্ডি জুটি। ফাইনালে পুরুষদের সিঙ্গলসে সমীর পরাজিত করলেন চিন তাইপের সু লি ইয়াংকে। ফলাফল ২১-১৮,২১-১৪। মিক্সড ডাবলস ফাইনালে ডেনমার্কের প্রতিপক্ষের কাছে রোহন -সিক্কি জুটি লড়াই করেও হারলেন।(ছবি: সংগৃহীত)

