droneEducation 

আইআইটি-এইমসের নয়া প্রয়াস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইআইটি গুয়াহাটির একদল পড়ুয়া স্যানিটাইজার স্প্রে করতে স্বয়ংক্রিয় ড্রোনকে ব্যবহার করছে। ওই ড্রোনকে কাজে লাগিয়েই থার্মাল স্ক্রিনিংয়ের কাজ করার দিশা দেখালেন তাঁরা। ওই দলের পক্ষ থেকে প্রেমকুমার বিসলাওথ জানালেন, লকডাউন পর্ব উঠে গেলে বিপুল সংখ্যক মানুষকে স্বল্প সময়েই পরীক্ষা করার জন্য ড্রোনটি কার্যকরী হতে পারে। ড্রোনে বসানো ইনফ্রারেড ক্যামেরা শরীরের তাপমাত্রার সঠিক মাত্রা বলে দেবে।

আইআইটি গুয়াহাটির ওই ৩ প্রাক্তনীর “মরুৎ ড্রোনটেক” অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে পরীক্ষামূলকভাবে ব্যবহার হয়েছে। আবার আইআইটি রুরকি ও ঋষিকেশের এইমস যৌথ উদ্যোগে স্বল্প মূল্যের ভেন্টিলেটর তৈরি করল। প্রতিটির দাম ২৫ হাজার টাকা। বাজার দরের তুলনায় তা অনেকটাই কম।

Related posts

Leave a Comment