SBSC 12th Class-1Education Others 

পড়ুয়াদের তথ্য জমা দেওয়ার নির্দেশ বোর্ডের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পড়ুয়াদের তথ্য চেয়ে পাঠিয়ে বোর্ড। সূত্রের খবর, সিআইসিএসই অনুমোদিত স্কুলগুলিকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের একাদশ শ্রেণি ও বর্তমান শিক্ষাবর্ষে প্রাপ্ত গড় নম্বর-সহ একাধিক তথ্য বোর্ডের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। উল্লেখ করা যায়, গত ৪ মে থেকে দ্বাদশের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিপত্তি বাড়ে। এরপর তা পিছিয়ে দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে।

পরীক্ষা বাতিলের দাবি উঠলেও তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। অন্যদিকে এই নির্দেশিকা দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের দিকেই ইঙ্গিত দিচ্ছে এমনটা মনে করছেন অনেকেই। তবে বোর্ডের পক্ষ থেকে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি। উল্লেখ্য, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পূর্বেই বাতিল হয়েছে।

Related posts

Leave a Comment