বিজ্ঞান অভিযানের কর্মসূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিজ্ঞান অভিযান। নদিয়ার নবদ্বীপে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি রাজ্য জুড়ে সারা বাংলা বিজ্ঞান অভিযান শুরু করেছে। স্থানীয় সূত্রের খবর, নবদ্বীপ শহরেও শুরু হয়েছে বিজ্ঞান অভিযানের বিভিন্ন কর্মসূচি। এ বিষয়ে জানা যায়, অলৌকিকতা, অন্ধবিশ্বাস, ধর্মান্ধতা, জাতপাত ও অযৌক্তিক ধ্যান-ধারণার বিপরীতে দাঁড়িয়ে নির্ভুল তথ্য-যুক্তি বিজ্ঞানমনস্কতা ও মানবতার বার্তা জনমানসে পৌঁছে দিতেই সমিতির কর্মীরা বিভিন্ন এলাকায় যাবেন। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। এই বছর বিজ্ঞান অভিযান নবম বর্ষে পদার্পণ করল।

