SensexOthers 

সেনসেক্স এক লাফে অনেকটা বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেনসেক্স এক লাফে অনেকটা বেড়ে গেল। বিপর্যস্ত পরিস্থিতিতে ভারত-সহ কয়েকটি দেশে আর্থিক ত্রাণ প্রকল্প ঘোষণা করতে পারে, এমন সম্ভাবনার কথা বাড়তেই এই চিত্র দেখা গেল। সূত্রের খবর, গতকাল ১২৬৫.৬৬ পয়েন্ট উঠে সূচক থামে ৩১,১৫৯.৬২ অঙ্কে। নিফটি ৩৬৩.১৫ বেড়ে শেষ হয় ৯,১১১.৯০ পয়েন্ট।

Related posts

Leave a Comment