Sensex-1Others 

নতুন রেকর্ড তৈরি করেছে সেনসেক্স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন রেকর্ড। সূত্রের খবর, সামান্য থমকানোর পর ফের নতুন রেকর্ড তৈরি করেছে সেনসেক্স। এক্ষেত্রে জানা যায়, সকালের দিকে কিছুটা পড়লেও পরে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ ও টিসিএসের উত্থানে ভর করে দিনের শেষে ৯১.৮৪ পয়েন্ট ওঠে সূচকটি। এ বিষয়ে আরও জানা যায়, দৌড় শেষ করে ৪৯,৫৮৪.১৬ অঙ্কে। আবার নিফটিও ৩০.৭৫ পয়েন্ট ওঠে ১৪,৫৯৫.৬০ অঙ্কে পৌঁছে নতুন রেকর্ড তৈরি হয়।

Related posts

Leave a Comment