Share Bazar-2Others 

আর্থিক ফল জমা দেওয়ার সময়সীমা বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাজার নিয়ন্ত্রক সেবি সংক্রমণের আবহে শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থাগুলির আর্থিক ফল জমা দেওয়ার সময়সীমা বাড়াল। উল্লেখ করা যায়, গত মার্চে শেষ হওয়া গত ২০২০-২১ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের এবং ওই একই মাসে শেষ হওয়া গোটা অর্থবর্ষের আর্থিক ফল, দুটি জমা দেওয়ার সময় বাড়িয়ে করা হয়েছে আগামী ৩০ জুন। প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী কোনও ত্রৈমাসিক শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে ওই ৩ মাসে সংস্থার লাভ, ক্ষতি, আয় ও ব্যয়ের হিসেবের নথি সেবি, রেজিস্ট্রার অব কোম্পানিজ-সহ সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের দফতরে জমা দিতে হয়। এক্ষেত্রে সেই নিরিখে গত মার্চ ত্রৈমাসিকের আর্থিক ফল ১৫ মে-র মধ্যে জমা দেওয়ার কথা। আরও ৪৫ দিন বেড়েছে। আবার অর্থবর্ষের লাভ-ক্ষতির তথ্য জমা দেওয়ার নিয়ম গত ৩১ মার্চ, বছরটি ফুরনোর ৬০ দিনের মধ্যে। গত অর্থবর্ষের ক্ষেত্রে এই সময়সীমা বাড়ানো হয়েছে আরও ৩০ দিন।

Related posts

Leave a Comment