অস্কারের মূল দৌড়ে ছোটদের ছবি- ‘বিট্টু’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অস্কারের মূল দৌড় থেকে ছিটকে গেল ‘জাল্লিকাট্টু’। সূত্রের খবর, ছবিটি ভারত থেকে অফিশিয়াল এন্ট্রি হিসেবে পাঠানো হয়েছিল। অন্যদিকে আশার আলো জিইয়ে রাখল শর্ট ফিল্ম ‘বিট্টু’। সূত্রের আরও খবর, মূল মনোনয়নের আগে অ্যাকাডেমি একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বিভিন্ন বিভাগে মনোনীত ছবির নাম প্রকাশ পেয়েছে। উল্লেখ করা যায়, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে ১০টি নামের মধ্যে ভারতীয় ছবি ‘বিট্টু’ রয়েছে।
করিশ্মা দেব দুবে পরিচালিত সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি আগেও নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, স্কুলে পড়া দুই বন্ধুর কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘বিট্টু’। ৯৩-তম অস্কার নমিনেশনে থাকা এই ছবিকে ঘিরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উৎসাহ। ছবির দুই এগজিকিউটিভ প্রোডিউসর একতা কপুর ও তাহিরা কাশ্যপ। পাশাপাশি বিদেশি ছবির বিভাগে ১৫টি নাম প্রকাশ করেছে অ্যাকাডেমি।
আবার তিউনিশিয়া, গুয়েতেমালা, আইভরি কোস্ট-সহ কয়েকটি দেশের ছবি মনোনয়ন পেয়েছে। ইরানের পরিচালক মাজিদ মাজিদির ‘সান চিলড্রেন’-এর মতো ছবি রয়েছে। এছাড়া তিউনিশিয়ার ছবি ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’ রয়েছে। ডকুমেন্টারি ফিচার, মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং, অরিজিনাল স্কোর, অরিজিনাল সং, ভিসুয়াল এফেক্টস, অ্যানিমেটেড শর্ট এবং ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট প্রভৃতি বিভাগের মনোনয়নও প্রকাশ্যে। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী ১৫ মার্চ জানা যাবে মূল মনোনয়ন তালিকা। অস্কার অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল।

