১৩১৩ মেডিক্যাল অফিসার নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদে ১৩১৩ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ হবে অস্থায়ী পদে। তবে পরে স্থায়ী হতে পারে। নিচের মত যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।
মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট): মোট শূন্যপদ ১৩১৩টি (অসং ৬১৪, তঃজাঃ ৩০৫, তঃউঃজাঃ ৯৪, ওবিসি-এ ১৫৪, ওবিসি-বি ১০৭, শরীরিক প্রতিবন্ধী ৩৯)।
ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ (১০২ অফ ১৯৫৬) -র প্রথম বা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু -র অন্তর্গত এমবিবিএস ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট স্পেশ্যালিটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা যে কোনও স্টেট মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়া নিয়োগের জন্য বাছাই হলে কাজে যোগদানের ৬ মাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম রেজিস্টার করাতে হবে। কোনও সরকারি হাসপাতাল বা স্বীকৃত ইনস্টিটিউশনে হাউজ স্টাফ হিসেবে ১ বছরের প্র্যাক্টিক্যাল ট্রেনিং থাকলে ভাল। সব শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে।
১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। যাঁদের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, অন্যথায় উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞতা আছে এমন প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় আরও ২ বছরের ছাড় পাবেন। বয়সের ছাড় সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। তবে পশ্চিমবঙ্গের তফশিলি এবং ওবিসিরা বয়সের উর্ধ্বসীমায় যথাক্রমে ৫ ও ৩ বছরের ছাড় পাবেন। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। ফি দেবেন পশ্চিমবঙ্গ সরকারের গভমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমে অংশগ্রহণকারী ব্যাংকগুলির মাধ্যমে, গভার্নমেন্ট রিসিপ্ট হেড অফ অ্যাকাউন্ট ‘0051-00-104-002-16’-তে। মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট বা নগদে ফি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের তফসিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে, ১২ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, রাত ৮টার মধ্যে। দরখাস্ত একবার সাবমিট করে দিলে তারপর তাতে কোনও পরিবর্তন এবং সংযোজন করা যাবে না। দরখাস্ত করা হয়ে গেলে দরখাস্তের ২ কপি প্রিন্ট প্রিন্ট নিয়ে রাখবেন। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন জমা দিতে হবে। বিজ্ঞপ্তি নং R/MO(Spl.)/06/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

