চোখ রাখুন ষষ্ঠ দফার নির্বাচনের একঝলকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২২ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচনে মোতায়েন থাকবে ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোট হবে ওইদিন । এই চার জেলা হল- উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর দিনাজপুর। বুথ পাহারায় থাকছে ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একনজর দেখে নেওয়া যেতে পারে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে।
আসানসোল -দুর্গাপুরে ১৪ কোম্পানি,বনগাঁয় ৬৯ কোম্পানি,বারাসতে ৫৯ কোম্পানি,ব্যারাকপুরে ১০৭ কোম্পানি,বসিরহাটে ৪০ কোম্পানি,বিধাননগর কমিশনারেট- ৩ কোম্পানি,দক্ষিণ দিনাজপুরে ৩ কোম্পানি,ইসলামপুরে ৮২ কোম্পানি,কৃষ্ণনগরে ১৬২ কোম্পানি,পূর্ব বর্ধমানে ১৪৩ কোম্পানি ও রায়গঞ্জে ৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।
এই ৪৩টি আসনে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই কেন্দ্রগুলিতে মোট ভোটারের সংখ্যা ১কোটির কিছু বেশি। যার মধ্যে ৫০.৫৬ জন মহিলা ভোটার। ২৫৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ষষ্ঠ দফার এই নির্বাচনের জন্য ১৪,৪৮০টি পোলিং বুথের বন্দোবস্ত করা হয়েছে। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য,স্বপন দেবনাথ, উজ্জল বিশ্বাস, কৌশানি মুখোপাধ্যায়। কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন মুকুল রায়। তাঁর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়। আবার হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক ও বিজেপির রাহুল সিনহা ভোটে লড়ছেন।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

