বিকল্প বিদ্যুতের ভাগ বেড়ে হয়েছে ২৬ শতাংশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এপ্রিল থেকে আগস্টে দেশে ব্যবহৃত বিদ্যুতের মধ্যে বিকল্প বিদ্যুতের ভাগ বেড়ে ২৬ শতাংশ হয়েছে। সূত্রের খবর, বিগত বছরে একই সময়ে তা ছিল ২৩ শতাংশ। সিআইআইয়ের এক কর্মসূচিতে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির চেয়ারম্যান সূত্রে জানানো হয়েছে, এই প্রবণতা ইতিবাচক। সূত্রের আরও খবর, আগামী ৬ অক্টোবর সৌর বিদ্যুৎ ব্যাটারির ওপর যৌথভাবে এক আন্তর্জাতিক সম্মেলন করছে বিকল্প বিদ্যুৎ মন্ত্রক ও নীতি আয়োগ।

