প্রবাসী পুত্রের মায়ের জন্মদিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মায়ের জন্মদিন। ভারতে একা রয়েছেন মা। হাজির হতে পারেননি আমেরিকা-প্রবাসী পুত্র। এরপর হায়দরাবাদের মালকাজগিরির ডিএসপি-কে ফোন করে পুত্র অনুরোধ করেছিলেন, মা কুট্টি পালের জন্মদিনে যেন বিশেষ কিছুর আয়োজন করা হয়। সেই অনুরোধ মেনেই এক অফিসার হাজির হন ওই বৃদ্ধার বাড়িতে। মিষ্টি ও কেক পাওয়া যায়নি। গান গেয়ে ও ফল উপহার দিয়েই শুভেচ্ছা জানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা কুট্টিকে।

