Sonam Kapoor-1Others 

সিনেমা সংরক্ষণে সোনম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিনেমা সংরক্ষণের উদ্যোগ। সূত্রের খবর, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হলেন সোনম কাপুর। ফিল্মমেকার ও আর্কাইভিস্ট শিবেন্দ্র সিংহ দুঙ্গারপুরের উদ্যোগে পুরনো ছবি পুনরুদ্ধার করে আর্কাইভ করার কাজ শুরু হয়েছে এই সংস্থার উদ্যোগে। সোনম এই সংস্থার বিষয়ে মন্তব্য করেছেন, ‘ছবির সঙ্গে যুক্ত এক বৃহৎ পরিবারের দ্বিতীয় প্রজন্ম হিসেবে আমার আত্মীয়স্বজনের ছবি দেখেই আমি বড় হয়েছি। এক-একটা ছবি তৈরি করতে তাঁরা নিজেদের কীভাবে উজাড় করে দিতেন, তার সাক্ষী হয়েছি। তাই এমন কোনও কাজ হয়, যেখানে পুরনো ঐতিহ্যবাহী ছবি সংরক্ষণ করা যায়, সেই কাজে যুক্ত হতে চাই’। উল্লেখ করা যায়, আপাতত এই সংস্থার উদ্যোগে ২৬টি ছবি ডিজিটাইজ করার কাজ চলছে। ছবিগুলির মধ্যে রয়েছে মণিরত্নমের ‘রোজা’, ‘বম্বে’ ও ‘যুবা’। অন্যদিকে সোনম কাপুর ব্যস্ত তাঁর ছবির কাজ নিয়েও। জানা গিয়েছে, ‘ব্লাইন্ড’ ছবির শ্যুটিং শেষ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Related posts

Leave a Comment