Charles Chuck Gesh-1Others 

চার্লস ‘চাক’ গেশকে প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন চার্লস ‘চাক’ গেশকে (৮১)। সফটওয়্যার সংস্থা অ্যাডবি-র সহ-প্রতিষ্ঠাতা তিনি। উল্লেখ করা যায়, পিডিএফ, অ্যাক্রোব্যাট, ইলাস্ট্রেটর ও ফটোশপ-সহ মতো বহু সফটওয়্যারের জন্ম হয়েছে তাঁর হাত ধরেই। সংস্থার অপর প্রতিষ্ঠাতা জন ওয়ারনক যোগ্য সহায়ক হিসেবে কাজ করেছেন।

Related posts

Leave a Comment