newar communityOthers 

নেপালের নেবাড় সম্প্রদায়ের বিশেষ উৎসব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নেপালের কাঠমাণ্ডুতে এই উৎসবটি অত্যন্ত জনপ্রিয় বলা চলে। সেখানকার এই উৎসবে মেয়েদের বিয়ে হয় বিষ্ণুর অবতারের সঙ্গে। সূত্রের খবর, নেবাড় সম্প্রদায়কে নেপালে বিষ্ণুর অবতার হিসাবে মানা হয়ে হয়ে থাকে ৷ এক্ষেত্রে আরও বলা হয়,বিশ্বাস রয়েছে এমন করলেই সহজে বাচ্চার জন্ম দেওয়ার ক্ষেত্রে সক্ষম হতে পারেন ৷

স্থানীয় ভাবে মানা হয়,এই উৎসব চলাকালীন বিবাহিত নারীর যদি স্বামী মৃত হন সেক্ষেত্রে তাঁকে বিধবা হিসাবে ধরা হবে না। এক্ষেত্রে বিষ্ণুর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে এমনটা ভাবা হয়ে থাকে ৷ এই বিয়েকে বেল বিবাহও বলে চিহ্নিত করা হয়ে থাকে। তবে নেপালের নেবাড় সম্প্রদায়ের মানুষদের প্রতি বিশেষ আস্থা নেই সেখানকার অনেক মানুষের, এমনটাই জানা গিয়েছে।

Related posts

Leave a Comment