স্টাফ সিলেকশন কমিশনের বিশেষ নির্দেশিকা জারি পরীক্ষার্থীদের জন্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে নিয়মে বদল হচ্ছে। পরীক্ষায় বসতে হচ্ছে পড়ুয়াদের। সূত্রের খবর,এবার স্টাফ সিলেকশন কমিশন(এসএসসি) বিশেষ কিছু নির্দেশিকাও জারি করেছে পড়ুয়াদের জন্য। দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এ বার নিতেই হচ্ছে।
এক্ষেত্রে বলা হয়েছে, এই পরীক্ষা ও তার ফলাফলের ওপর অনেক পড়ুয়ার কেরিয়ার গড়ে ওঠে। এক্ষেত্রে করোনা আবহেও ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসতে হচ্ছে। সেই কারণে স্টাফ সিলেকশন কমিশন কিছু বিশেষ নির্দেশিকার কথা জানিয়েছে।
কমিশন সূত্রের খবর, অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র লাগবেই। এর পাশাপাশি আরও থাকবে একটি নতুন ফর্ম। সেখানে বলা থাকবে , তিনি করোনা আক্রান্ত নন। এর ফলে কোনও করোনা আক্রান্ত রোগী পরীক্ষায় বসতে পারবে না।
আবার সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জানানো হয়েছে, দু’জন পরীক্ষার্থীকে যদি পাশাপাশি বসে পরীক্ষা দিতে হয় তাহলে বাড়তি সিটের ব্যবস্থা করা হবে। এছাড়াও শরীরের তাপমাত্রা মেপে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। তাই এই সব নিয়ম রক্ষা করার জন্য হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের।
এক্ষেত্রে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা যেন ফর্ম ভর্তির আগে ও পরে হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেন। এছাড়াও শারীরিক প্রয়োজনে বাইরে যেতে গেলে পরীক্ষার্থীকে পরীক্ষকের অনুমতি নিয়ে যেতে হবে। অনুমতি ছাড়া কেউ বাইরে গেলে তাঁর পরীক্ষাও বাতিল করে দেওয়ার সম্ভাবনা থাকবে। পরীক্ষা সম্পূর্ণ শেষ করে তবেই এক এক জন করে পরীক্ষার্থীরা হল থেকে বাইরে যেতে পারবে।

