সঙ্কট মোকাবিলায় দিশাহারা শ্রীলঙ্কা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: সঙ্কটে শ্রীলঙ্কা। সংসদেওপরিবর্তন।লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরির পদত্যাগ । সঙ্কটকালে দায়িত্ব নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে চিঠি লিখে তাঁর বার্তা, সাংসদ পদ থেকেই পদত্যাগ করতে চান। অন্য কোনও যোগ্য মানুষকে সঙ্কটকালীন সময়ে দায়িত্ব দিতে।
শ্রীলঙ্কায় শাসকদলের হাতে ক্ষমতা থাকবে কি না,তা নিয়ে জল্পনা। সংসদে দল সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে। শাসকদলের ৪১ সাংসদ সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন। শ্রীলঙ্কায় ফ্রিডম পার্টির পক্ষ থেকে সরকারের থেকে সমর্থন তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। সেদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও নাগালের বাইরে চলে যাচ্ছে।
ঋণে জর্জরিত লঙ্কা। দেশের উত্তাল পরিস্থিতি সামাল দিতে কার্যত দিশাহারা পুলিশও। জনমানসে বার্তা দেওয়া শুরু হয়েছে, প্রতিবাদ বা বিক্ষোভে সামিল হয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্তে খাদ্যদ্রব্যের দাম মাত্রাছাড়া হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রণ করার কোনও উপায় নেই। নিম্ন আয়ের মানুষ একেবারে হতাশ।
শ্রীলঙ্কায় শাসক পরিবর্তনের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্ককারা সহ শ্রীলঙ্কার অনেক ক্রিকেটাররা সরকার বদলের দাবিতে সরব ও সোচ্চার। হচ্ছেন। অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় নতুন করে প্রশাসনিক বদলের দাবি জোরালো হয়েছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার মতো শ্রীলঙ্কাতে আন্দোলনের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। নির্বিকার প্রশাসন।
(ছবি: সংগৃহীত )

