শ্রীরামপুর মাহেশে পালিত হল জগন্নাথদেবের স্নান যাত্রা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বমহিমায় মাহেশের জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠান হল ৷ করোনার আবহে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রিত করা হয় । তবে ভক্তি ভরে পালিত হল জগন্নাথের স্নান যাত্রা। ৬২৫ তম বর্ষে পা রেখেছে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা। আয়োজক সূত্রের খবর,স্নানপিঁড়িতে জগন্নাথের সঙ্গে স্নান করানো হয় বলরাম আর শুভদ্রাকে ৷ জগন্নাথদেবের স্নান মঞ্চ ঘিরে ছিল প্রস্তুতি ৷
নিয়ম ও প্রথা মেনে ২৮ ঘড়া গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করানো হয়ে থাকে বিগ্রহ ৷ রথের আগের দিন জগন্নাথদেবকে পরানো হয়ে থাকে রাজবেশ । ভগবানের এই রূপকে নবযৌবন বলা হয়ে থাকে। রথযাত্রার দিন তিন বিগ্রহ রথে চেপে মাসীর বাড়ির উদ্দেশ্যে রওনা করানো হয়। উল্লেখ্য,গত বছর মাহেশের জগন্নাথ মন্দিরের মধ্যেই অস্থায়ী ভাবে তৈরি করা হয় জগন্নাথের মাসির বাড়ি । এ বছরও একই নিয়মে মন্দিরের মধ্যেই অস্থায়ী ভাবে মাসির বাড়ি তৈরি করা হয়েছে । সেই মন্দিরেই পুজার্চনা করা হবে বলে জানা গিয়েছে।
আয়োজক সূত্রে আরও জানা যায়,মাহেশের রথ পুরীর মতো কাঠের করা হয় না। এটি লোহার তৈরি রথ । ১৩৬ বছরের পুরনো বলে জানানো হয়েছে। এছাড়া পুরীর মতো জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আলাদা রথ হয় না। একটি রথেই তিন দেবতা পূজিত হয়ে থাকেন।

