medical and studentHealth Others 

রাজ্যের মেডিক্যাল কলেজের পড়ুয়াদের পুরোদমে ক্লাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রায় ৮ মাসের অপেক্ষার অবসান। রাজ্যের মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ক্লাসে ফিরলেন। কলকাতা মেডিক্যাল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, হস্টেলে ফেরা সকল পড়ুয়াদের কোভিড টেস্ট করানো হয়েছে। সূত্রের খবর, ক্লাস শুরু হল পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজগুলিতে। অধিকাংশ কলেজেই শুরু হয়েছে ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের ক্লাস। কলেজ কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী জানা গিয়েছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের পুরোদমে ক্লাস শুরু হবে আগামী সপ্তাহের মধ্যে। সূত্রের আরও খবর,কলকাতা মেডিক্যাল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর অতিমারীর প্রভাবে সব ক্লাস শুরু হতে অনেক দেরি হয়েছে। চতুর্থ বর্ষের ছাত্রদের ইন্টার্নশিপ শুরু হওয়ার আগে প্রশিক্ষণ শেষ হওয়া জরুরি। এক্ষেত্রে গত ২ ডিসেম্বর থেকে ক্লাস শুরু করে দেওয়া হয়েছে।

উল্লেখ করা যায়,গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে মেডিক্যাল কলেজগুলিতে ক্লাস শুরু করে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল রাজ্যের স্বাস্থ্যসচিবদের কাছে। এরপর ২৭ নভেম্বর রাজ্যের স্বাস্থ্য দফতর একটি সার্কুলার জারি করে থাকে। ওই নির্দেশিকায় মেডিক্যাল কলেজগুলিকে বলা হয়, কোভিড-সুরক্ষার নিয়ম-বিধি মেনে ক্লাস শুরু করা জরুরি। এক্ষেত্রে সংক্রমণ এড়ানো সম্ভব হবে।পড়ুয়াদের বক্তব্য,করোনা পরিস্থিতি না হলে আগামী মার্চ মাস থেকেই ইন্টার্নশিপ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। ওয়ার্ড এবং ওপিডি-তে ক্লিনিক্যাল পোস্টিং না হলে ইন্টার্নশিপ করা সম্ভব নয়। দেরি হলেও আবার হাসপাতালে ফিরতে পেরে খুশি পড়ুয়ারা।
কলকাতা মেডিক্যাল কলেজের পক্ষ থেকে হস্টেলে ফেরা সকল ছাত্র-ছাত্রীদের কোভিড টেস্ট করানো হয়েছে।

তবে অন্যান্য কলেজে আবারও কিছু কিছু পড়ুয়ার কোভিড টেস্ট করানো হচ্ছে , কোনও উপসর্গ রয়েছে কি না। সামাজিক দূরত্ববিধির কথা মাথায় রেখে প্রত্যেক বর্ষের ছাত্র-ছাত্রীদের বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে প্রতি সপ্তাহে ঘুরিয়ে-ফিরিয়ে নেওয়া হবে তাদের ক্লাস। আইপিজিএমইআর-এর ভাইস প্রিন্সিপল এবং মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট রঘুনাথ মিশ্র জানিয়েছেন,কোভিড সুরক্ষার জন্য যা যা করনীয়, তা আমরা মেনে চলতে পারতাম না যদি সকল ছাত্র-ছাত্রীদের এক সঙ্গে ক্লাস নেওয়া হত। তার জন্য আমরা একসঙ্গে ৩০ জনের বেশি ছাত্রকে ক্লাস করাচ্ছি না। এনআরএস মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ক্লাস নেওয়া শুরু হয়ে গিয়েছে। অন্যান্য বর্ষেরও ক্লাস আরম্ভ হবে আগামী সপ্তাহেই।

Related posts

Leave a Comment