বিশ্বে পর্যটক কেন্দ্র হিসেবে এগিয়ে স্ট্যাচু অফ ইউনিটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার নয়া নজির বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটির। জনপ্রিয়তার নিরিখে নিউইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টিকে পিছনে ফেলল ভারতের সর্দার বল্লভভাই প্যাটেলের এই ঐক্যের প্রতীক মূর্তিটি। জানা গিয়েছে, গুজরাতের কেভাদিয়ায় এই অভিনব মূর্তির পাশাপাশি আরোগ্য ভ্যান, ডায়েট পার্ক, তাঁবুতে থাকার সুবিধা সহ রিভার র্যাফটিংয়ের মতো রোমাঞ্চ বিশ্বজোড়া পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে জল-বিমান পরিষেবা। ১৮২ মিটার উঁচু মূর্তিটি সহ নর্মদা নদীর তীরে সাতপুরা ও বিন্ধ্যাচল পর্বতের মাঝে অবস্থিত এই স্থানের প্রাকৃতির সৌন্দর্যের অতুলনীয় দৃশ্যে পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে স্ট্যাচু অফ ইউনিটি।
প্রশাসন সূত্রে খবর, করোনা পরিস্থিতির পূর্বে এখানে দিনে অন্তত ১৩ হাজার পর্যটক এই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসতেন ৷ এরপর লকডাউনের কারণে ৭ মাস বন্ধ রাখা হয় এই মূর্তিটিকে। দীর্ঘ প্রতীক্ষার পর গত মাসেই খোলা হয় এই পর্যটনক্ষেত্রটি। তখন পরিসংখ্যানে দেখা যায়, গতমাসেও এখানে এসেছিলেন ১০ হাজারেরও বেশি মানুষ। গুজরাটের ট্যুরিজম সূত্রে জানা যায়, কেবলমাত্র বিশ্বের উচ্চতম মূর্তি ও প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই জায়গার আরও একটি প্রধান আকর্ষণের বিষয় হল- সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক ৷ সেখানে রয়েছে ১ হাজারেরও বেশি ভিন্ন প্রজাতির পশু ও পাখি এবং বিভিন্ন ধরনের গাছ-গাছালি। এইসব মিলিয়েই স্ট্যাচু অফ ইউনিটি এগিয়ে চলেছে বিশ্বজোড়া পর্যটক কেন্দ্রের প্রথম সারির দিকে।

