Stephen-King-once-named-his-22-favourite-films-of-all-timeLifestyle 

স্টিফেন কিংয়ের জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে স্টিফেন কিং জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৭ সালের ২১সেপ্টেম্বর তাঁর জন্ম। এই সাহিত্যিকের বহু লেখনী আজও জনপ্রিয়। তিনি ৬৪ টি উপন্যাস ও ২০০টির মতো ছোটগল্প লিখেছেন। তাঁর লেখা অনেক বই থেকে চলচ্চিত্র,টিভি সিরিজ ও কমিকস নির্মিত হয়েছে। প্রখ্যাত এই সাহিত্যিকের জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

Related posts

Leave a Comment