অনলাইন ক্লাস নিয়ে নির্দেশিকা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনলাইন ক্লাস নিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ওই নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে, দিনে কতগুলি ক্লাস হবে এবং কতক্ষণের জন্য তা হবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে গত ৪ মাস ধরে দেশের সব স্কুল-কলেজ বন্ধ। এই পরিস্থিতির মধ্যেও শিক্ষা ব্যবস্থা চালু রাখতে চলছে অনলাইন ক্লাস। এক্ষেত্রে অভিভাবকরা অভিযোগ করে জানিয়েছেন, দিনে বেশি ক্লাসের জেরে অনেক বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে পড়ুয়াদের। যা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর হচ্ছে। একথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার ওই নির্দেশিকায় জানিয়েছে, প্রি-নার্সারি পড়ুয়াদের ক্লাস দিনে কোনওভাবেই ৩০ মিনিটের বেশি হবে না। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দিনে দুটি অনলাইন সেশন ৪৫ মিনিট করা যেতে পারে। আবার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দিনে ৪টি সেশন ৩০ থেকে ৪৫ মিনিটের হবে।

