Purba NischintopurOthers 

পুজালিতে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ, দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাঁধ মেরামত হয়নি, বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার আশঙ্কা নিয়ে বসবাস করছেন দক্ষিণ ২৪ পরগনার পুজালি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব নিশ্চিন্তপুর ও পালপাড়ার বাসিন্দারা। এখনও ক্ষতিগ্রস্ত নদীবাঁধের স্থায়ী মেরামত হয়নি। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ করা হয়েছে অস্থায়ীভাবে। ফলে কাজের কাজ কিছুই হয়নি। বাঁধের পরিস্থিতি দিন-দিন খারাপ হচ্ছে। উদ্বেগে রয়েছেন সেখানকার সাধারণ মানুষ। অন্যদিকে প্রশাসনিক সূত্রের খবর, গত বছর জুলাই মাসে এই বাঁধ সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছিল। তার পাশ দিয়ে কংক্রিটের রাস্তা চলে গিয়েছে।

সেখানকার একটি অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় যেভাবে ফাটল ধরেছে তাতে যে-কোনও সময় এটি নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, পুরসভা থেকে একাধিকবার এলাকা পরিদর্শন করা হয়েছে। এমনকী বাঁধ মেরামতির জন্য খবরও দেওয়া হয়েছে সেচ দপ্তরকে। এরপর ওই এলাকায় সেচ দপ্তরের উদ্যোগে কয়েক দফা কাজও হয়। ইট-পাথর ও অন্যান্য সামগ্রী দিয়ে ফাটল ভরাট করার চেষ্টাও চলে। ঢেউয়ের ঝাপটায় সব জলেই চলে গিয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্ফান-এ এই সমস্যা আরও বেড়েছে। এখন রাস্তাটির ফাটল আরও প্রকট। ইতিমধ্যে ভাঙনের কবলে কয়েকটি গাছও তলিয়ে গিয়েছে। আবার একটি ঘাটও জলের তলায় তলিয়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বিভিন্ন টালবাহানা চলছে। কোনও স্থায়ী সমাধান হচ্ছে না। এই রাস্তা নদীগর্ভে চলে গেলে গোটা এলাকা প্লাবিত হয়ে যাবে। বাঁধ রক্ষণাবেক্ষণে নজর না দেওয়ায় এখন এই পরিণতি হয়েছে। উল্লেখ করা যায়, বাঁধের একদিকে নদী, অন্যদিকে বেশ কয়েকটি পুকুরও রয়েছে। ওই এলাকায় বা তার আশেপাশে রয়েছে প্রায় দুশোটির মতো পরিবার। এই পরিস্থিতিতে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।

Related posts

Leave a Comment