“স্টুন্ডেটস উইক” পালন ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য সরকার ইংরেজি নতুন বছরের শুরুতে জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে “স্টুন্ডেটস উইক” পালন করার পরামর্শ দিয়েছে। এ বিষয়ে ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরবর্তীতে স্কুল পড়ুয়াদের নতুন বছরের শুভকামনা জানিয়ে চিঠিও দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের শুরুতেই সেই চিঠি ছাত্র-ছাত্রীরা স্কুলের মাধ্যমে পেয়ে যাবেন। সরকারিভাবে জানা যায়,ওই চিঠিতে মুখ্যমন্ত্রী প্রথমেই জানুয়ারির প্রথম সপ্তাহে “স্টুডেন্টস উইক” হিসেবে পালন করার কথা জানিয়েছেন।
পাশাপাশি পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, তরুণের স্বপ্নের মতো উদ্যোগগুলি রাজ্য সরকার গ্রহণ করেছে, সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন তিনি । চিঠিতে তথ্য ও পরিসংখ্যান উল্লেখ করা ছাড়াও ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে শুভেচ্ছাপত্র পাঠানো অন্যতম কর্মসূচি ও বিশেষ তাৎপর্যপূর্ণ।

