বিধানসভায় প্রয়াত পঞ্চায়েতমন্ত্রীর প্রতি শোক জ্ঞাপন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা। প্রায় ৫০ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবন। বহু গুরুত্বপূর্ণ পদে বহাল থেকেছেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক চড়াই-উতড়াইয়ের মুখোমুখি হয়েছেন। সমালোচনা ও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। কলকাতার মেয়র পদে আসীন হয়েছেন। বিধানসভায় তাঁর স্মৃতিচারণা হল। বিধানসভার শাসক ও বিরোধীদের পক্ষ থেকে তাঁকে ঘিরে স্মৃতি-স্মরণ শ্রদ্ধা জানানো হল। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য বিধানসভায় শোক প্রস্তাব পাঠ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব প্রসঙ্গে আলোচনায় বিরোধী বিজেপি বিধায়কেরাও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করলেন। প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে পারিবারিক সম্পর্কের উল্লেখ করলেন অনেকেই। সদ্য প্রয়াত পঞ্চায়েতমন্ত্রীর সাফল্যের কথাও অনেক উল্লেখ করেছেন।

