Snapshot_0Breaking News Others Video 

দেগঙ্গা থানার পুলিশের সাফল্য

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বড়সড় সাফল্য পেল দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেগঙ্গার বিডিও অফিস পাড়া ও অম্বিকানগরে দুটি বাড়িতে হানা দিয়ে মাদক তৈরির কারখানার হদিশ পেয়েছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৪০ লিটার নিষিদ্ধ ক্লোরোডাইন মিকচার, ২০০ বোতল ফেনসিডিল, প্যাকেজিং মেশিন সহ প্রচুর কাঁচা মাল। পুলিশ সূত্রে আরও খবর, ওই ঘটনায় একটি মিনি ম্যাটাডোর ও একটি জাইলো গাড়ি সহ ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

জানা গিয়েছে, ওই ২ ব্যক্তির নাম স্বপন সরদার ও সাবুর গাজি। পুলিশ অনুমান করছে, এখানে নিষিদ্ধ কফ সিরাপ তৈরি করা হত। ধৃতদের আজ পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে তোলা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কোনও আন্তর্জাতিক চক্র এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছে কিনা তারও তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানা।

Related posts

Leave a Comment