বিশ্ব জলাভূমি দিবসে সুন্দরবনে সচেতনতার বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার বিশ্ব জলাভূমি দিবস পালিত হল সুন্দরবনে। জলাভূমির রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব নিয়েই প্রচার করা হয়। স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালিত হয়েছে। এক্ষেত্রে জানা গিয়েছে, লঞ্চে করে পড়ুয়াদের হাতে পোস্টার দিয়ে বিভিন্ন দ্বীপে জলাভূমি রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। বার্তা ছিল- জলাভূমি রক্ষা না করলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। পাশাপাশি সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত করার জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে বিশেষ আবেদন করা হয়েছে।

