সুনীলের সোনা জয়
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ কোরিয়ায় চলতি অনূর্ধ্ব-২০ আথলেটিক্স প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন ভারতের সুনীল কুমার। ডেকাথলন ইভেন্টে তিনি সোনা জয়ী হয়েছেন। পাশাপাশি মহিলাদের হাইজাম্পে রুপো জয়ী হলেন পূজা। তিনি লাফ দিলেন ১.৮২ মিটার। মহিলাদের ৩০০০ মিটার দৌড়ে রুপো জয়ী হয়েছেন বুশরা খান। তিনি সময় নিয়েছেন ৯.৪১.৪৭ সেকেন্ড। রীলে রেসে ভারতের মহিলা দল জয়ী হয়েছে ব্রোঞ্জ। (ছবি: সংগৃহীত)

