আবহাওয়ার পরিবর্তন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : তীব্র দাবদাহ। আবহাওয়ার চূড়ান্ত পরিবর্তন। মনোরম আবহাওয়া নেই। সকাল গড়াতেই কড়া রোদ। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,এই সময় বিকেলে বা সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নামাও উধাও। বৃক্ষচ্ছেদন চলছে অবাধে। বৃক্ষরাশি লুপ্ত হচ্ছে। জনসংখ্যা বাড়ছে। যানবাহন সংখ্যাও বেড়ে চলেছে। ক্রমশ দূষণ বাড়ছে। এলাকার প্রাণস্বরূপা নদীও মজে যাচ্ছে। দূষণের কবলেও পড়ছে। কমে আসছে ভূগর্ভের জলস্তর। পাখির কলতান কমছে। শুধুই বাড়ছে তাপপ্রবাহ। দুর্দিন বাড়ছে মানুষের। সতর্ক হতেই হবে। দূষণমুক্ত পরিবেশ না হলে আরও বিপদ বাড়বে জনজীবনে। মানুষের ভুলেই এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। (ছবি: সংগৃহীত)

