skin and rashHealth Others 

ত্বকে র‍্যাশ ও চুলকুনির উপসর্গ- চিকিৎসকদের পরামর্শ নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ত্বক লাল হয়ে উঠছে। চুলকানো শুরু হয়েছে। র‍্যাশ ও চুলকুনির সঙ্গে রয়েছে নানা উপসর্গ। এক্ষেত্রে বিশেষজ্ঞ- চিকিৎসকদের সতর্ক বার্তাওরয়েছে। এমন কিছু উপসর্গ বিরল হিসেবেই ধরা হচ্ছে। ক্ষেত্রবিশেষে এই উপসর্গগুলি বিপদের কারণও হতে পারে।
বিশেষজ্ঞ -চিকিৎসকরা জানিয়েছেন,করোনা আবহে সবচেয়ে পরিচিত উপসর্গ হল- জ্বর, খুসখুসে কাশি ও স্বাদ -গন্ধ চলে যাওয়া। তবে এমন কিছু উপসর্গ রয়েছে যেগুলি বিরল হিসেবেই ধরা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এই উপসর্গ নজর এড়িয়ে যেতে পারে। এর লক্ষণগুলি হচ্ছে মূলত ত্বকে। হঠাৎ ত্বক লাল হয়ে যাওয়া, ফুসকুড়ির মত বের হওয়া ও অ্যালার্জি হওয়া প্রভৃতি উপসর্গগুলি রয়েছে।
এক্ষেত্রে বিশেষজ্ঞদের আরও বক্তব্য, এইসব উপসর্গের কারণে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে অনেককে। করোনা সেরে ওঠার পরও ত্বকে এই সমস্যা হতে পারে। এই উপসর্গগুলি অবহেলা করা উচিত নয় বলে জানিয়েছেন চিকিৎসক – বিশেষজ্ঞরা। শিশুদের মধ্যে এই উপসর্গ দেখা দিলে সাবধান হতে বলা হয়েছে। এক্ষেত্রে আরও একটি উপসর্গের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঠোঁট শুকিয়ে যাওয়া বা ফেটে যাওয়া এই ভাইরাসের একটি লক্ষণ বলা হচ্ছে।শরীরের ডিহাইড্রেশন হচ্ছে এরফলে বোঝা যায়। ঠোঁটে নীলচে ভাব সমস্যার কারণ হতে পারে।

Related posts

Leave a Comment