Rabindra JadejaOthers Sports 

টি-টোয়েন্টি সিরিজ থেকে সরতে হল জাডেজাকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিরিজে নেই জাডেজা। সূত্রের খবর, চলতি টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এক্ষেত্রে জানা গিয়েছে, তাঁর পরিবর্তে ভারতীয় দলে এলেন শার্দুল ঠাকুর। বোর্ডের মেডিক্যাল টিম সূত্রের খবর, আপাতত কয়েকদিন তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা দরকার। তাই বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে সরে দাঁড়াতে হল জাডেজাকে।

Related posts

Leave a Comment