afganishthan and semifinalOthers 

নয়া ইতিহাস আফগানিস্তানের

নয়া ইতিহাস আফগানিস্তানের। দেশে এক ভিন্ন পরিস্থিতি। অনিশ্চিত প্রায় সব কিছুই। দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা। নানা বিনোদনে নিষেধাজ্ঞা। ক্রীড়াক্ষেত্রেও কোনও ছাড় নেই। রয়েছে ধর্মীয় নিয়ম মানার কড়াকড়ি। রয়েছে তালিবানি শাসন। দেশটির নাম আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো ইতিহাস গড়ে শেষ চারে পৌঁছে গেল আফগানিস্তান। ক্রিকেটাররা দেশেই থাকতে পারেন না। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গেল আফগান ক্রিকেট দল। এটা অঘটন বলা যাবে না। প্রথমে নিউজিল্যান্ড পরে সুপার এইটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে শেষ চারে আফগানিস্তান ক্রিকেট দল। এবার সেমিফাইনালে রশিদ খানদের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে বাংলাদেশকে ৮ রানে হারানোর পর গোটা দেশে উৎসব। কাবুল সহ প্রায় সব স্থানে রাস্তায় উৎসব মুখর আফগান জনতার ঢল। তালিবানদের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে আফগান ক্রিকেট দলকে। ভারত দেশটিকেও ধন্যবাদ দেওয়া হয়েছে তালিবানদের পক্ষ থেকে। আফগান ক্রিকেটের উন্নতিতে বিসিসিআই সহযোগিতা করার জন্যই এই কৃতজ্ঞতা। আফগানিস্তান বাংলাদেশকে হারাতেই অস্ট্রেলিয়া ছিটকে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। সেই দেশের বিপুল জনতার আনন্দ-উৎসবটা ফিরে আসাটা খুব জরুরি ছিল। ক্রিকেটই সেই পথটা দেখালো। বাংলাদেশকে হারানোর পর সেমিফাইনালে পৌঁছে ম্যাচ শেষে মাঠ প্রদর্শন করলেন রশিদ-গুলবদিনরা। ম্যাচের ফলাফলঃ আফগানিস্তান ১১৫-৫(২০),বাংলাদেশ ১০৫(১৭.৫)।

Related posts

Leave a Comment