তামাকজাত পণ্য নিয়ে গবেষণাধর্মী রিপোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রিপোর্ট প্রকাশ। সূত্রের খবর, ভারতে তামাকজাত পণ্যের বাণিজ্য কীভাবে চলছে, সেই সম্পর্কে একটি গবেষণাধর্মী রিপোর্ট প্রকাশ করল রিসার্চ অ্যাকশন ফর টোব্যাকো কন্ট্রোল (রিঅ্যাক্ট)। উল্লেখ করা যায়, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
এক্ষেত্রে আরও জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকেরা তামাকজাত দ্রব্য শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা তুলে ধরেন। পাশাপাশি এই ধরনের দ্রব্য সেবনে প্রতিবছর কত মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে, তার পরিসংখ্যানও তুলে ধরে আলোকপাত করা হয়।

