“ইওর অনার” নয়,”মাই লর্ড “
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সুপ্রিমকোর্টে “ইওর অনার” আর নয়। ভারতের কোর্ট রুমে একজন বিচারপতিকে সম্বোধনের সঠিক প্রোটোকল কী, তা নিয়ে ধন্দ ছিল। এবার এই বিষয়টি সামনে এল সুপ্রিমকোর্টে। প্রধান বিচারপতি এস এ বোরডের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলাকালীন এক আবেদনকারী “ইওর অনার” সম্বোধন করেন। সূত্রের খবর,ওই আবেদনকারী আইনের পড়ুয়া।
এরপর বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন,মনে রাখতে হবে তিনি আমেরিকার নয়,ভারতের আদালতকে উদ্দেশ করে সম্বোধন করছেন। এ বিষয়ে তিনি আরও জানান,আপনারা যখন আমাদের “ইওর অনার” বলছেন,তখন আপনাদের মাথায় হয় আমেরিকার সুপ্রিমকোর্ট বা কোনও ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমরা তাঁর কোনটিই নয়। এরপর ওই পড়ুয়া ক্ষমা চেয়ে “মাই লর্ড ” সম্বোধন করার কথা বলেন। প্রধান বিচারপতি এস এ বোরডে ঠিক আছে বলে মন্তব্য করেন। ভারতের শীর্ষ আদালতে এই শব্দ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

