tramp and modiOthers World 

করোনা মোকাবিলায় আমেরিকান অর্থ ১৪ হাজার কোটি, সহায়তা পাবে ভারতও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা আতঙ্কের আবহাওয়া গোটা বিশ্বে । প্রায় বেশির ভাগ দেশই করোনা আতঙ্কে দিশেহারা। এমন অবস্থায় বিশ্বের ৬৪টি দেশকে আর্থিক সাহায্য দিতে এগিয়ে এল আমেরিকা। জানা গিয়েছে, আমেরিকা ১৪০০০কোটি টাকা আর্থিক সাহায্য করবে।এর মধ্যে ভারত পাচ্ছে ২.৯ মিলিয়ন ডলার বা ২২ কোটি টাকা। শুক্রবার আমেরিকার পক্ষ থেকে এই ঘোষণা।পূর্বে ১০০ মিলিয়ন ডলার বা ৭৫০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করে আমেরিকা। মার্কিন প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্বের ৬৪ টি দেশেই সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়।সেই দেশগুলির জন্য ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।তাঁরা ওই অর্থে ল্যাবরেটরি, কোয়ারানটিন সেন্টার, করোনা মোকাবিলায় আরও উন্নতর পদক্ষেপ গ্রহণ করতে পারবে।মার্কিন প্রশাসন আরও জানিয়েছে,আমেরিকা ভারতকে ২.৯ মিলিয়ন ডলার বা ২২ কোটি টাকা দিচ্ছে। ভারত সরকার ওই অর্থ দিয়ে ল্যাবরেটরি এবং করোনা চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারবে।

Related posts

Leave a Comment