উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোট ঘোষণা
উত্তর পূর্বের তিন রাজ্যে ভোটের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন। অন্যদিকে মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। তিন রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। এই তিন রাজ্যে ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।
পাশাপাশি ১টি লোকসভা ও ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও ঘোষণা করেছে কমিশন। যার মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র রয়েছে। তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর কারণে আগামী ২৭ফেব্রুয়ারি ওই আসনটিতে উপনির্বাচন হবে।
