কৃষ্ণনগরের মাটিতে শতাব্দীপ্রাচীন “বুড়িমা”-র পুজো
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য সবার জানা। কৃষ্ণনগরের মাটিতে শতাব্দীপ্রাচীন “বুড়িমা”-র পুজো যেমন রয়েছে তেমনি রাজবাড়ির পুজো রয়েছে। পাশাপাশি অনেক জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়ে থাকে।এখানকার অন্যতম মূল আকর্ষণ “বুড়িমা-র পুজো”। স্থানীয়ভাবে জানা যায়, এই পুজোর সূচনা হয়েছিল ১৭৭২ সালে। ২৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত এই পুজো। “চাষাপাড়া বারোয়ারি পুজো” নামে তা পরিচয় বহন করছে। কৃষ্ণনগরের পুজো বলতেই প্রথমে এসে পড়ে জগদ্ধাত্রী পুজোর কথা। স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে,মহারাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন। এরপর তা ছড়িয়ে পড়ে বঙ্গের বুকে। শুরুর দিকে এই পুজোর দায়ভার নিয়ে ভাবনায় পড়েন মহারাজা কৃষ্ণচন্দ্র। সেই সময়…
Read More