এলন মাস্ক ও ‘ট্রুথজিপিটি’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিলিয়নেয়ার এলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম ‘ট্রুথজিপিটি’ চালু করার কথা বলেছেন। এর মাধ্যমে মাস্ক ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং গুগলের বার্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ফক্স নিউজের সাথে একটি সাক্ষাৎকারে, তিনি ওপেনএআই-এর সমালোচনা করে, এআইকে মিথ্যা বলার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ করেছিলেন। তিনি বলেন যে, ওপেনএআই এখন শুধুমাত্র লাভের জন্য একটি ‘ক্লোজড সোর্স’ প্লাটফর্মে পরিণত হয়েছে। এছাড়াও, মাস্ক গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজকে এআই সুরক্ষাকে গুরুত্ব সহকারে না নেওয়ার অভিযোগ করেছেন। সাক্ষাৎকারে তিনি আরও জানান, “আমি এমন কিছু শুরু করতে যাচ্ছি যাকে আমি ট্রুথজিপিটি বা ম্যাক্সিমাম ট্রুথ সার্চিং…
Read More