৫০০ বছরের পুরনো গোপীনাথ মন্দিরের চূড়ার সন্ধান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ওডিশা মহানদীর গতিপথ পরিবর্তনের ফলে নয়াগরে গোপীনাথ মন্দিরের সলিল সমাধি হয়েছিল ১৫০বছর আগে।প্রায় ১১বছর পর নদীর বুকে আবার দেখা গেল সেই মন্দিরের চূড়া।গরমের সময় নদীর জল কম থাকার কারণে সম্ভবত চূড়াটি দেখা গিয়েছে।স্থানীয়দের কথামতো নদীগর্ভে প্রায় ২২টি মন্দির তলিয়ে গিয়েছে।তবে শুধু গোপীনাথ মন্দিরের চূড়াই দেখা যায়।কারণ এটি উচ্চতায় ৬০ফুট দীর্ঘ। এরপর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে। অনেকেই নৌকায় করে মন্দিরের চূড়া দেখতে যাচ্ছেন। মন্দিরের নির্মাণশৈলী দেখে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট এন্ড কালচারার হেরিটেজ, মনে করছে মন্দিরটি সম্ভবত ৫০০ বছরের পুরোনো।
Read More