অপরূপ ইছামতী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শান্ত ইছামতী নিরবে বয়ে চলেছে। পড়ন্ত বিকেলে ডুবছে সূর্য। দিগন্তরেখা বরাবর ঢলে পড়া সূর্য-র আলোর ছটা বিচ্ছুরণ হচ্ছে। নদীর বুকে ইছামতীর অপরূপ মনোরম শোভা। ওপারের অদূরে গ্রাম্যজীবন এই নদীর ওপর অনেকটাই নির্ভরশীল। কৃষিজীবীরা চাষের জন্য এই জলের ওপর নির্ভর করে। নদীর মিঠা জলের দিকে তাকিয়ে থাকতে হয় কৃষকদের।
Read More