আমার বাংলা অন লাইন নিউজ ডেস্কঃ ফ্রান্সের মহাকাশ সংস্থা সিএনইএস বলেছে যে, ইসরো ২০২৫ সালে শুক্র গ্রহ সম্পর্কিত মিশনটিতে সামিল হবে। এই প্রথম ভারতের অনুসন্ধান মিশনে কোনও ফরাসি সরঞ্জাম ব্যবহার করা হবে। সিএনইএস এক বিবৃতিতে জানিয়েছে যে, ইসরোর অনুরোধ প্রস্তাবের পর মিশনের জন্য রাশিয়ান মহাকাশ সংস্থা ‘রসকোসমাস’ এবং ফরাসি জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র সিএনআরএস-এর অন্তর্গত ফরাসি গবেষণা কেন্দ্র ‘লওটমোস’-এর দ্বারা যৌথভাবে বিকাশ করা ‘ভাইরাল’ (ভেনাস ইনফ্রারেড অ্যাটমোস্ফিয়ারিক গ্যাসেজ লিঙ্কার) ডিভাইস নির্বাচন করা হয়েছে। ইসরো চেয়ারম্যান কে সিভান এবং সিএনইএসের সভাপতি জিন ওয়েভেস লে গাল একে অপরের সাথে আলোচনা করে মহাকাশে…
Read More