isroOthers Technology 

ইসরোর যুবিকা প্রকল্পে রাজ্যের ১০পড়ুয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইসরোর যুবিকা প্রকল্পের প্রাথমিক তালিকায় এ রাজ্য থেকে নির্বাচিত হল ১০ পড়ুয়া। ইসরোর পক্ষ থেকে ২০২০সালের যুবিকা বা যুব বিজ্ঞানী কার্যক্রমের যে তালিকা প্রকাশ করা হয় তাতে দেশের মোট ৩৫৮জন পড়ুয়ায় নাম রয়েছে। এদের মধ্যে বাংলার ১০জন পড়ুয়া স্থান পেয়েছে। অন্যদিকে বিদেশে বসবাস করা ১০জন ভারতীয় পড়ুয়ার নামও রয়েছে ইসরোর ওই তালিকায়। ইসরো সূত্রে, খবর অষ্টম শ্রেণীর পরীক্ষার প্রাপ্ত নম্বর এবংবিভিন্ন বিষয়ের নম্বর বিচার বিবেচনা করে ওই তালিকা ঠিক করা হয়েছে। এ রাজ্য থেকে নির্বাচিত পড়ুয়ারা হল: বালুরঘাটের মিহিতা দেবনাথ, রায়গঞ্জের অনিন্দ্য সাহা, দুর্গাপুরের শাহিদ রহমান, পূর্ব মেদিনীপুরের রত্নদীপ সাহু, উত্তরবঙ্গের ব্যাঙডুবির অর্ণব সিনহা, বর্ধমানের গোলাপবাগের সুপ্রীতি ভট্টাচার্য, জলপাইগুড়ির সুভানন বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপের অরিজিৎ সিং, হ্যামিলটনগঞ্জের শ্রেয়া সিং এবং বাঁকুড়ার সাত্যকি মোহান্তি। বর্ধমান ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুপ্রীতি ভট্টাচার্য জানায়, তালিকায় নাম থাকার কথা তার জানা ছিল না। এই খবরে সে খুশি।

Related posts

Leave a Comment